IIW: আগরতলা :- লোকসভা নির্বাচনে ত্রিপুরার বিজেপির নির্বাচনী প্রভারী হলেন অবিনাশ রায় খান্না। শনিবার ত্রিপুরা সহ দেশের নয় রাজ্যের নির্বাচনী প্রভারী নিযুক্ত করেছে দল। দলের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেয়া হয়েছে তাতে বলা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ এই নয় রাজ্যের জন্য নির্বাচনী প্রভারী নিযুক্ত করেছেন। অবিনাশ রায় খান্নাকে ত্রিপুরার পাশাপাশি জম্মু কাশ্মীরের নির্বাচনী প্রভারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া তামিলনাড়ু, পন্ডীচেরি এবং আন্দামান নিকবরের প্রভারী হয়েছেন পীযুষ গোয়েল এবং সিটি রবি।উত্তরপ্রদেশের প্রভারী নিযুক্ত করা হয়েছে জগত প্রসাদ নড্ডা’কে। কর্ণাটকের নির্বাচনী প্রভারী হয়েছেন মুরলিধর রায় এবং শ্রীমতি কিরন মহেশ্বরী। দিল্লির প্রভারী হয়েছেন শ্রীমতি নির্মলা সীতারমন এবং জয়মান সিং পবয়া। হরিয়ানার প্রভারী করা হয়েছে কলরাজ মিশ্র এবং বিশ্বাস সারঙ। উল্লেখ্য বিধানসভা ভোটে ত্রিপুরার প্রভারী ছিলেন আসামের হিমন্ত বিশ্বশর্মা।
IIW: আগরতলা :- লোকসভা নির্বাচনে ত্রিপুরার বিজেপির নির্বাচনী প্রভারী হলেন অবিনাশ রায় খান্না। শনিবার ত্রিপুরা সহ দেশের নয় রাজ্যের নির্বাচনী প্রভারী নিযুক্ত করেছে দল। দলের পক্ষ থেকে যে প্রেস রিলিজ দেয়া হয়েছে তাতে বলা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ এই নয় রাজ্যের জন্য নির্বাচনী প্রভারী নিযুক্ত করেছেন। অবিনাশ রায় খান্নাকে ত্রিপুরার পাশাপাশি জম্মু কাশ্মীরের নির্বাচনী প্রভারী হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া তামিলনাড়ু, পন্ডীচেরি এবং আন্দামান নিকবরের প্রভারী হয়েছেন পীযুষ গোয়েল এবং সিটি রবি।উত্তরপ্রদেশের প্রভারী নিযুক্ত করা হয়েছে জগত প্রসাদ নড্ডা’কে। কর্ণাটকের নির্বাচনী প্রভারী হয়েছেন মুরলিধর রায় এবং শ্রীমতি কিরন মহেশ্বরী। দিল্লির প্রভারী হয়েছেন শ্রীমতি নির্মলা সীতারমন এবং জয়মান সিং পবয়া। হরিয়ানার প্রভারী করা হয়েছে কলরাজ মিশ্র এবং বিশ্বাস সারঙ। উল্লেখ্য বিধানসভা ভোটে ত্রিপুরার প্রভারী ছিলেন আসামের হিমন্ত বিশ্বশর্মা।
0 Comments