আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে কেন্দ্রের ক্ষমতায় আসবে বিজেপি : অমিত শাহ।


IIW : আগরতলা :- আসন্ন লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে কেন্দ্রের ক্ষমতায় আসবে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের নরেন্দ্র মোদীর নেতৃত্বেই গঠিত হবে এনডিএ সরকার। গত নির্বাচনের তুলনায় আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে দল। বলেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আজ শনিবার ত্রিপুরায় দলের সকল পৃষ্ঠাপ্রমুখদের নিয়ে আয়োজিত এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই দাবি করেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। স্থানীয় বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই সমাবেশে অমিত শাহ আরও বলেন, লোকসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল মহাজোট গড়ার চেষ্টা করছে। কিন্তু তাদের নেতা কে, নীতি কী সে সবের কিছুই ঠিক নেই। এরা কী করে দেশের ক্ষমতায় আসবে। অমিত শাহ বামফ্রন্ট সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, বামফ্রন্ট গোটা বিশ্ব থেকে হারিয়ে গেয়ছে। কংগ্রেস দলও হারিয়ে যাচ্ছে। অথচ দিন দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। ফলে বিজেপিও আরও বড় হচ্ছে। তিনি বলেন, ত্রিপুরায় টানা ২৫ বছর বামফ্রন্টের শাসনে সাধারণ মানুষের কিছুই হয়নি। বিজেপি মাত্র ১০ মাসে ত্রিপুরার সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছে। এদিন আস্তাবল তথা বিবেকানন্দ ময়দানে প্রায় ৪০ হাজারের বেশি কর্মী উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে তিনি রাজ্য অতিথিশালায় চলে যান। সেখানে বিজেপি-র শরিক দল আইপিএফটি নেতারা তাঁর সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেন। সমাবেশের পর এক সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন অমিত শাহ। সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সঙ্গে তিনি জানান, বিজেপি ত্রিপুরার উন্নয়নের জন্য নিরন্তর কাজ করছে। আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি লোকসভা আসন-সহ উত্তরপূর্ব ভারতের ২৫টি কেন্দ্রের মধ্যে অন্তত ২০টি আসন বিজেপি-র দখলে যাবে। রাতে দলের নেতা, কর্মী, মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পাশাপাশি আইপিএফটি নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। আজ অমিত শাহের সঙ্গে এসেছেন দলের দুই সাধারণ সম্পাদক রাম মাধব, সুনীল দেওধর। সমাবেশে ছিলেন অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা, মুখ্যমন্ত্রী তথা দলের ত্রিপুরা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব, উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা-সহ অন্যান্য নেতারা।

Post a Comment

0 Comments