IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- দার্লং খ্রিস্টান সেনেটারীর ১০০ বছর পূর্তি উপলক্ষে ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটি হয় দারচই গ্রামে। তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ১০০ বছর পূর্তিতে। ১০০ বছর পূর্তিতে পুরো দারচই গ্রাম বিভিন্ন আলোকসজ্জায় সাজানো হয়েছে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি কৈলাসহর ব্যাপ্টিস্ট খ্রিস্টান অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড পিসি নর্থইস্ট এর যৌথ উদ্যোগে হচ্ছে। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে পাস্তর এন.দার্লং বলেন ১০০ বছর পূর্তিতে এখানে তিনদিন ব্যাপী অনুষ্ঠানে রিয়াং, চাকমা, ত্রিপুরা, দার্লং ইত্যাদি বিভিন্ন জাতি-গোষ্ঠীকে নিয়ে যার যার নিজের সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। ১০০ বছর পুর্তিতে আগামী ৭ জানুয়ারি দারচই গ্রামে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ, জাপান, ইংল্যান্ড সহ আরো অন্যান্য দেশের অতিথিরা উপস্থিত থাকবেন।
0 Comments