IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- আজ দুপুর বেলা খাবারের বিরতিতে কৈলাসহর মহকুমা শাসকের অফিসে মহকুমা শাসক বিশাল কুমার এর নেতৃত্বে অফিস চত্বরে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে মহকুমা শাসক বিশাল কুমারের সঙ্গে ছিলেন দুইজন ডি সি এম অরিন্দম দাস এবং রূপক ভট্টাচার্য সহ অফিসের পুরুষ এবং মহিলা স্টাফরা। কৈলাসহর মহকুমা শাসক অফিসে এই প্রথম স্বচ্ছ ভারত অভিযান হয়। মহকুমা শাসক বিশাল কুমার জানান সবাই মিলে নিজেদের ইচ্ছায় অফিসের ভেতরে এবং বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এখন থেকে প্রতি মাসে অফিসে এই কর্মসূচি করা হবে।
0 Comments