IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- হায়রে রাজনীতি। বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী তথা সিপিআইএম দলের প্রভাবশালী নেতা সুবোধ দাস ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি হন। সেমি কুমাটিক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে শয্যাশায়ী। উনার কথাবার্তা বন্ধ হয়ে গেছে। দুই একজন নিকট আত্মীয় ও দুইজন সিকিউরিটি গার্ড ছাড়া উনাকে দেখভাল করার কেউ নেই। এমনকি সিপিআইএম দলের জেলা বিভাগীয় ও অঞ্চল স্তরের নেতারা প্রবীণ এই নেতাকে দেখতে পর্যন্ত আসেন নি। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ব বন্ধু সেন প্রাক্তন মন্ত্রী কে দেখতে যান এবং ওনার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাথে সাথে তিনি ডাক্তারদের সাথেও কথা বলেন। তার সাথে বিশ্ব বন্ধু সেন একটি এয়ার ম্যাট্রেস এর ব্যবস্থা করে দেন। প্রাক্তন মন্ত্রী অসুস্থ শুনে হাসপাতালে ছুটে যান ত্রিপুরা রাজ্য বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী পাপিয়া দত্ত সহ জেলা ও মন্ডল স্তরের অন্যান্য পদাধিকারীরা। শাসক দলের নেতা-নেত্রীরা যখন সিপিএম দলের মন্ত্রী কে হাসপাতালে দেখতে যাচ্ছেন তখন না পেরে বিভাগীয় ও জেলা স্তরে নেতৃত্বরা তড়িঘড়ি জেলা হাসপাতালে ছুটে আসেন। যাতে কেউ তাদের দিকে আঙুল তুলতে না পারে। অবশ্য বিষয়টি নিয়ে রাজনীতি করার কোন দরকার নেই। তবে সুবোধ দাস পানিসাগর এর মানুষের জন্য জননেতা হিসাবে পরিচিত। যতবারই ভোটে দাঁড়িয়েছেন জয়লাভ করেছেন কিন্তু আজ দলের বিপর্যয়ের পর সেই নেতা অসুস্থ হলেও দেখতে আসছে না কেউ বিষয়টি হয়তো দুর্ভাগ্যের।
0 Comments