হোটেলের মহিলা কর্মচারীকে লাঞ্ছিত এবং দূব্যবহার করার অভিযোগে ম্যানেজার গ্রেপ্তার।


IIW : রাজধানী আগরতলায় এক অভিজাত রেস্তোরা কাম হোটেলের ম্যানেজারের বিরুদ্ধে হোটেলেরেই কর্মরত এক মহিলার সাথে দুর্ব্যবহার এবং যৌন লাঞ্ছনার অভিযোগ উঠে। পরে এই অভিযোগে অভিযুক্ত ম্যনেজারকে পশ্চিম থানার মহিলা পুলিশ গ্রেপ্তার করে। জানা গেছে, যেহেতু মহিলা  থানায় পুরুষ ম্যানেজারকে গারদে রাখা যাবে না সেই ক্ষেত্রে মহিলা থানা থেকে সেফ কাস্টেডি হিসাবে পশ্চিম আগরতলা থানায় পাঠানো হয় ধৃত ম্যানেজারকে। জানা গেছে, মঙ্গলবার রাতে রাজধানী আগরতলায় একটি অভিজাত রেস্তোরা কাম হোটেলে কর্মরত এক মহিলা কর্মচারীর সাথে ঐ রেস্তোরার ম্যানেজার অর্ণব চক্রবর্তী দুর্ব্যবহার করে পরে তাকে চরম অপমানিত করে। মহিলা জানায় তাঁকে ম্যানেজার মদের পেগ বানানোর জন্য নির্দেশ দিয়েছিল। কিন্তু ঐ মহিলা কর্মচারী তাতে রাজি না হওয়ায় ম্যানেজার অর্ণব চক্রবর্তী তাঁকে চরম অপমানিত করে। জানা গেছে, ম্যানেজার অর্ণব সবার সামনে মহিলার সাথে দুর্ব্যবহার করে। শেষ পর্যন্ত মহিলা কর্মচারী হোটেলের ম্যানেজারের বিরুদ্ধে মহিলা থানায় অভিযোগ লিপিবদ্ধ করে। সেই অভিযোগের ভিত্তিতে মহিলা থানার পুলিশ ম্যানেজার অর্ণব চক্রবর্তীকে গ্রেপ্তার করে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments