২০ বছর আগে বন্ধ হওয়া উত্তর জেলার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হল ধর্মনগর বিবিআই মাঠে রবিবার।


IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- রাজ্যে বাম সরকারের আমলে ২০ বছর আগে বন্ধ হওয়া অভিব্যক্ত উত্তর জেলার সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট শুরু হল ধর্মনগর বিবিআই মাঠে রবিবার। উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের আন্তরিক প্রয়াসে রাজ্যের নতুন সরকার আসার কারনে উত্তর জেলার মানুষের চাহিদায় আবার শুরু হল উত্তর জেলার জনপ্রিয় ২৩ তম আমন্ত্রণ মূলক পদ্মজং ফুটবল টুর্নামেন্ট। বিগত সরকারের আমলে বিরুধি দলের বিধায়ক থাকা কালীন অনেকবার চেষ্টা করেছিলেন বিশ্ববন্ধু সেন এই টুর্নামেন্ট ধর্মনগরে চালু করার জন্য কিন্তু তিনি ব্যর্থ হন। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে তিনি উঠে পড়ে লাগেন, জেলা শাসক অফিসের কনফারেন্স হলে জেলা শাসক, জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ জেলার বিশিষ্টজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন উপাধ্যক্ষ। ধর্মনগর তথা উত্তর জেলার মানুষের সবথেকে জনপ্রিয় ও আনন্দদায়ক এই টুর্নামেন্ট ধর্মনগরে চালু করার জন্য। অবশেষে আজ থেকে এই টুর্নামেন্ট ধর্মনগরে চালু হওয়ায় জেলা জুড়ে খুশীর হাওয়া বইছে। আজ এই খেলার উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন টিঙ্কু রায়, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, জেলা পুলিস সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ। বহু প্রতীক্ষিত এই খেলা শুরুর সাথে সাথে যেমন চারিদিকে খুশীর হাওয়া বইছে ঠিক অন্যদিকে এই টুর্নামেন্ট নিয়ে যাতে বিতর্ক শুরু হয় এবং এই খেলার পুনরায় প্রাণ প্রতিষ্ঠাতা বিশ্ববন্ধু সেনের ভাবমূর্তি নষ্ট করা যায় এই চক্রান্তে নেমেছে কিছু লোক। এই টুর্নামেন্টের ২০শে জানুয়ারি থেকে শুরু হবে বলে উপাধ্যক্ষের কাছ থেকে জানার পর রাজ্যের সংবাদ মাধ্যম থেকে এই খবর সম্প্রচার করা হয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে মহকুমার বেশীর ভাগ সংবাদ মাধ্যমের সঙ্গে টুর্নামেন্ট নিয়ে কোন খবর জানায়নি কমিটি। এমনকি বেশীর ভাগ সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ মূলক এই টুর্নামেন্ট শুরুর আমন্ত্রণ জানানোর প্রয়োজন টুকুও মনে করেনি এরা। তবে মহকুমার সংবাদ মাধ্যমের কর্মীরা নিমন্ত্রণ না পেয়ে নিজের গাঁটের পয়সায় টিকিট কেটে আপামর রাজ্য বাসীর কাছে ধর্মনগরের গৌরব এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার খবর পৌঁছে দিতে, উত্তর জেলার মানুষের আনন্দের এই মুহূর্ত রাজ্যবাসিও যাতে উপভোগ করতে পারেন সেই জন্য মাঠে উপস্থিত হয় ধর্মনগরবাসি হিসাবে। আজকের পর অনেকেই মাঠে আর যাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারন যেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সংবাদ মাধ্যমকে গুরুত্ব দিয়ে সংবাদকর্মীদের জন্য চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন, সেখানে ধর্মনগরে একটি খেলাকে কেন্দ্র করে সাংবাদিকদের অবহেলা মানান সই নয়। সূত্রের খবর সামনেই লোকসভা নির্বাচন এই টুর্নামেন্ট নিয়ে তাই সংবাদ মাধ্যমকে টার্গেট করা হয়েছে যাতে সংবাদ কর্মীদের ক্ষেপীয়ে অযথাই বাজার কিছু গরম করা যায় শাসকদলের বিরুদ্ধে। শুভ বুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য এখানেই এর রাস না টানলে আগামীতে আরও বড় চক্রান্ত শুরু হবে বিভিন্ন দিক থেকে। সংবাদ মাধ্যমের কর্মীরা এও ভাবছে হয়তবা অনেক বছর পর এই টুর্নামেন্ট শুরু হওয়ায় অতি আনন্দে হয়তো ভুলে আমন্ত্রণ জানানো হয়নি, আর যদি ভুল হয় তাহলে সেটা দুর্ভাগ্যজনক আর যদি অবহেলা হয় তবে চিন্তাজনক। এদিকে উপাধ্যক্ষ তার ভাষণে রাজ্যের জনগণকে ধন্যবাদ জানান কারণ সরকার পরিবর্তন না হলে এই টুর্নামেন্ট ধর্মনগরে শুরুই হতো না। অন্যদিকে TIDC-এর চেয়ারম্যান টিঙ্কু রায় এই খেলা শুরু কারার জন্য বিশ্ববন্ধু সেনকে ধন্যবাদ জানান, পাশপাশি বিশ্ববন্ধু সেন বলেন এই খেলা আমি শুরু করিয়েছি বললে ভুল হবে কারণ এই খেলা শুরু কারার জন্য টিঙ্কু রায় সহ মুখ্যমন্ত্রী যথেষ্ট সাহায্য করেছেন। বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন বিগত সরকারের আমলে খেলাধুলাকে শেষ করে দিয়েছিল, নতুন সরকার ১০ মাসে এখন পর্যন্ত ৩২টি ইভেন্টে কাজ শুরু করেছে। আগামী দিনে ত্রিপুরা রাজ্য ক্রীড়া জগতে নাম উজ্জ্বল করবে বলে তিনি জানান। টুর্নামেন্ট শুরুর প্রথমদিনে কিল্লা উদয়পুর মুখোমুখি হয় আইজল বি এস সি।

Post a Comment

0 Comments