তিনদিন ব্যাপী অনুর্ধ ১৯ ছেলে ও মেয়েদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হল ধর্মনগর বিবিআই স্কুল গ্রাউন্ডে।



IIW : বিকাশ ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- ধর্মনগর ব্যাডমিন্টন এসোসিয়েশনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় তিনদিন ব্যাপী অনুর্ধ ১৯ ছেলে ও মেয়েদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হল ধর্মনগর বিবিআই স্কুল গ্রাউন্ডে। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রমুখ। এই প্রতিযোগিতায় মোট ছেলেদের ১২ টি টিম ও মেয়েদের ৬ টি টিম অংশ গ্রহণ করে। শুক্রবার সন্ধ্যায় হবে ফাইনাল ম্যাচ। উপাধ্যক্ষ উনার ভাষণে বলেন বিগত সরকারের আমলে খেলাধুলাকে বন্ধ করে দিয়েছিল। তিনি বলেন যখন কোন যুদ্ধ শেষ হয় সেই পরিস্থিতি থেকে উঠতে যেমন কিছুটা সময় লাগে, ঠিক সেই ভাবে রাজ্যের খেলাধুলা, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে কিছুটা সময় লাগবে। তবে তার শুরুটা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধন শেষে উপাধ্যক্ষ, পুলিস সুপার ও পৃথক ভাবে মহিলা কমিশনের চেয়ারপার্সন ব্যাডমিন্টন খেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সুচনা করেন।

Post a Comment

0 Comments