পশ্চিম পানিসাগর শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম (টিনের আখরা) প্রাঙ্গনে ৪ দিন ব্যাপী পৌষ মেলা ও উৎসব শুরু হলো গতকাল থেকে।


IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল দুপুর ২ ঘটিকায় পশ্চিম পানিসাগর শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম (টিনের আখরা) প্রাঙ্গনে ৪ দিন ব্যাপী পৌষ মেলা ও উৎসবের উদ্বোধন করেন সমাজ কল্যান ও সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী শ্রীমতি শান্তনা চাকমা মহোদয়া। বিশেষ অতিথি ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন শ্রীমতি বর্নালী গোস্বামী, পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস, পানিসাগর মহকুমার মহকুমা শাসক শ্রীমতি লালুন লেমি ডার্লং এবং পানিসাগর ব্লকের BDO তথা এই মেলা কমিটির কনভ্যানার রাকেশ চক্রবর্তী, এই মেলা উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন পশ্চিম পানিসাগরের প্রধান সন্দিপ দাস মহোদয়। মাননীয়া মন্ত্রী শান্তনা চাকমা মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন।

Post a Comment

0 Comments