IIW : আগরতলা :- গাঁজা বিরোধী অভিযানে ফের পুলিশের সাফল্য। মেলাঘর থানাধীন তৈবান্দাল ও নেওরামুড়া সহ চারটি জায়গায় গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পায় পুলিশ। এই চারটি জায়গায় পুলিশ অভিযান চালিয়ে মোট ২ হাজার গাঁজা গাছ ধ্বংস করে। মেলাঘর থানা এলাকায় দীর্ঘদিন ধরে গাজা ব্যবসায়ীরা যে বিষবৃক্ষ লাগিয়ে রেখেছিল তা এখন ধীরে ধীরে ধ্বংস করা হচ্ছে। রাজ্যকে নেশা মুক্ত করতে পুলিশ প্রতিদিন নেশা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে আর এতে সাফল্যও পাচ্ছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আগামীদিনে তাদের অভিযান জারি থাকবে।
0 Comments