আধার কার্ড সংশোধন করতে সীমান্ত এলাকার রানীবাড়িতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে।


IIW : নিজস্ব প্রতিনিধি, কিষাণ মল্লিক, চুড়াইবাড়ি :- আধার কার্ড সংশোধন করতে সীমান্ত এলাকার রানীবাড়িতে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। প্রথমে যখন রাজ্যব্যাপী আধার কার্ড এর কাজ হয়েছিল তখন বাগান এলাকার অধিকাংশ শ্রমিকরাই আধার কার্ড থেকে বঞ্চিত হয়েছে। তা অবশ্য বাম আমলে বহুবার নেতাদের কাছে আবেদন করলেও কোন সুরাহা হয়নি। এর ফলে বাগান শ্রমিকরা বাগানের ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র বের করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তা অবশ্য গতকাল রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়কে জানালে তিনি তড়িঘড়ি জেলাশাসক কে অনুমতি দিতেই রানীবাড়ী পঞ্চায়েত এলাকায় আধার কার্ড পূর্নঃসংশোধন ও নতুন ভাবে ছবি তোলার কাজ শুরু হয়েছে। তাতে সীমান্ত এলাকার রানীবাড়ী, সরলা ও মহেশপুর এলাকার চা বাগানের শত শত চা শ্রমিকরা সুবিধা পাচ্ছেন। আর সেই বিশেষ সুবিধার ফলে টিংকু রায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি শ্রমিক অধ্যুষিত  বসবাসকারীরা। 

Post a Comment

0 Comments