IIW : পাকিস্তানের দায়রা আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হলেন সুমন কুমারী। তিনিই পাকিস্তানের প্রথম মহিলা হিন্দু বিচারক।
পাকিস্তানের কামবার-শাহদাকোটের আদালতের বিচারক হিসেবে নিযুক্ত হন তিনি। হায়দরাবাদ থেকে আইনে স্নাতক হন সুমন কুমারী। করাচির একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর পাশ করেন।
সুমন কুমারীর বাবা পাওয়ান কুমার বোদান জানান, সুমন কামবার-শাহদাকোট এলাকার গরিবদের বিনামূল্যে আইনি পরিষেবার দিতেন। তিনি বলেন, "সুমন নিজে থেকেই এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিয়েছে। আমি নিশ্চিত ও এই পেশায় সাফল্য পাবে।"
সুমন প্রথম নয়, এর আগেও পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে রানা ভগবানদাস বিচারক পদে নির্বাচিত হন।
0 Comments