IIW : পাওয়ারলিফটিং এ রাজ্যের অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে নতুন রেকর্ড তৈরীর মধ্য দিয়ে এবার নজির গড়ল ধর্মনগরের যুবকরা। আগরতলা বিবেকানন্দ ব্যায়ামাগারে সদ্য হয়ে যাওয়া রাজ্য ভিত্তিক পাওয়ারলিফটিং ও ওয়েট লিফটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিল উত্তর জেলার প্রতিযোগিরা। রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তারপরেই আগরতলার বিবেকানন্দ ব্যায়ামাগার মঞ্চ কাঁপিয়ে দেয় উত্তরের যুবকরা। পাওয়ারলিফটিং -এর জুনিয়র বিভাগে ৫২ কিলো ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করে শুভ্রজিৎ দত্ত।৬৬ কিলো ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে সুবীর দেবনাথ।৭৪ কিলো ক্যাটাগরিতে প্রথম হয় প্রীতম দেবনাথ।৮৩ কিলো ক্যাটাগরিতে প্রথম হয় বিশাল সাঙ্গমা ও দ্বিতীয় হয় বিশ্বজিৎ সাঙ্গমা।৯৩ কিলো ক্যাটাগরিতে প্রথম স্থান লাভ করে পার্থ শর্মা। এদিকে সিনিয়র বিভাগের ৬৬ কিলো ক্যাটাগরিতে প্রথম হয় সুবীর দেবনাথ।৭৪ কিলো ক্যাটাগরিতে প্রথম হয় প্রীতম দেব।৮৩ কিলো ক্যাটাগরিতে প্রথম হয় বিশাল সাঙ্গমা।এবং ৯৩ কিলো ক্যাটাগরিতে প্রথম হয়েছে রাজেশ শর্মা। ওয়েট লিফটিং এ ৮৫ কিলো ক্যাটাগরিতে প্রথম হয়েছে রাজেশ শর্মা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। রাজ্য ভিত্তিক এই প্রতিযোগিতায় উত্তর ত্রিপুরা তথা ধর্মনগরের যুবকদের সাফল্যে গোটা ধর্মনগরেই খুশির হাওয়া বইছে।
0 Comments