পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় ইরানি হাই স্কুলের মাঠে স্বচ্ছ ভারত মিশন এর উপর একদিনের স্বচ্ছতা মূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- ভারত সরকারের বোর্ড অফ ইনফর্মেশন এন্ড ব্রডকাস্টিং কৈলাশহর শাখার সহায়তায় এবং স্থানীয় সামাজিক সংস্থা পুষ্পরাজ ক্লাবের ব্যবস্থাপনায় ইরানি হাই স্কুলের মাঠে স্বচ্ছ ভারত মিশন এর উপর একদিনের স্বচ্ছতা মূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন সমাজসেবী মকবুল আলী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সুরুক আলী সম্পাদক পুষ্পরাজ ক্লাব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ইমরান আহমেদ, মেডিকেল অফিসার ইরানি  PHC এছাড়াও দপ্তরের  আধিকারিক শ্রী বিদ্যাসাগর তালুকদার প্রমুখ স্বচ্ছ ভারত মিশন এর উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২০১৪ সালের ২ রা অক্টোবর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাধারায় স্বচ্ছ ভারত অভিযানের লক্ষ ও উদ্দেশ্য নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের বিস্তৃত আলোচনা হয়। সংস্থার  সম্পাদক সুরুক আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

Post a Comment

0 Comments