IIW : নিজস্ব প্রতিনিধি, বিকাশ ভট্টাচার্য্য, ধর্মনগর :- রাবার বাগানে মহিলার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার। হাত পা বেধে পাশবিক লালসা চরিতার্থ করা হয়েছে বলে সন্দেহ। ঘটনা চুরাইবাড়ি থানা এলাকার লক্ষীনগর গ্রামপঞ্চায়েতের খেরেংজুড়ি গ্রামে। এই গ্রামে ৪৭ বছর বয়সী শেফালী সিনহার মৃত দেহ সোমবার বিকাল ৪.৩০ মিনিট নাগাদ বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে রাবার বাগানে উদ্ধার হয়। শেফালী সিনহার স্বামি মৃত, তার তিন ছেলে রয়েছে। মধ্যম ছেলে সঞ্জয় কুমার সিনহা ভাত খাওয়ার জন্য এসে মাকে দেখতে না পেয়ে রাবার বাগানে যায়। কারণ এই মহিলা প্রায় প্রতিদিন রাবার বাগানে লাকড়ী সংগ্রহের জন্য যান। বিকাল বেলা শেফালী সিনহার মৃত দেহ বাড়ি থেকে ৫০০ মিটার দূরে গলায় দড়ি দিয়ে ছোট একটি গাছের সাথে বাধা অবস্থায় দেখতে পাওয়া যায়। যে গাছ টির সাথে দড়ি বাধা, কোন অবস্থায়ই এত ছোট গাছের সাথে ফাসি লেগে কেউ আত্মহত্যা করতে পারেনা। মৃত শেফালীর পা, হাত, ও শরীরের বিভিন্ন জায়গাতে ক্ষত বিক্ষত। তা থেকে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে শরীরে এত আঘাতের চিহ্ন কেন? খবর দেওয়া হয় পুলিশ কে। চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাস বিশাল পুলিশ বাহিনি নিয়ে ঘটনা স্থলে আসেন। সন্দেহের তালিকায় পাশের বাড়ির বিষ্ণু নাথ নামের এক ব্যক্তি। বিষ্ণুর স্ত্রী ক্যমেরার সামনে শিকার করেছে যে শেফালীর পিছন পিছন রাবার বাগানে বিষ্ণু কে যেতে তার ছেলে দেখেছে। বিষ্ণু পলাতক তাতে সন্দেহ আরো বাড়ছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এখনো অবধি সন্দেহভাজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।
0 Comments