IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :-
কৈলাশহর গৌরনগর ব্লকের অধীনে দেওরাছড়া এ.ডি.সি ভিলেজের তিন নং ওয়ার্ডের বাঘাছড়া গ্রামে পি ডি এফ এর টাকায় সিজনাল বাঁধ নির্মাণে ব্যাপক দুর্নীতি চলছে। শুধু দুর্নীতি নয় কিছু কিছু জায়গায় কাজ না করে পুরো টাকা হাফেজ করে দিচ্ছে এ ডিসি ভিলেজ এর সেক্রেটারি এবং স্থানীয় মাতব্বরা। প্রতি বছরের ন্যায় এ বছরও পঞ্চায়েতের পিডিএফ ফান্ডের টাকায় বাঘাছড়া গ্রামে অবস্থিত ছড়াতে সিজনাল/টেম্পোরারি বাঁধ চারটি জায়গায় করা হবে বলে পঞ্চায়েত কর্তৃপক্ষ স্থির করে।চারটি বাঁধের মধ্যে তিনটি বাঁধ তৈরি হবে (১০২০০×৩) ৩০৬০০ টাকায় একটি বাদ হবে ৯৬০০ টাকায়।পঞ্চায়েতের সেক্রেটারি দিগেন্দ্র দাস এবং এলাকার ২ মাতব্বর আইয়ুব আলী ও আজমান আলী তিনজন মিলে আড়াইশো(২৫০) টাকা দিয়ে ৫ জন শ্রমিক নিয়ে বারোশো পঞ্চাশ (১২৫০) টাকা খরচ করে একটি বাঁধ নির্মাণ করে এবং অন্য শ্রমিক নিয়ে ৩৫০০ টাকা দিয়ে আরো দুটি বাঁধ নির্মাণ করে কিন্তু শ্রমিকদের আজ পর্যন্ত টাকা দেয়নি। বাঁধ নির্মাণের তিন দিন পর বাঁধ ভেঙ্গে পড়ে যায়। অন্যদিকে চতুর্থ বাদটি ৯৬০০ টাকা দিয়ে সুভাষ ওরাং এর বাড়ির সামনের ছড়াতে করার কথা থাকলেও বাঁধ নির্মাণ না করে পুরো টাকাই হাফেজ করে দেয়। গ্রামবাসীদের বক্তব্য হলো টেম্পোরারি বাঁধ তৈরি হয়ে দুই সাইডে বালুর বস্থা দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি। খুব নিম্নমানের কাজ হয়েছে যার ফলে তিনদিন পর বাঁধ ভেঙ্গে যায় অথচ এই বাঁধ ছয় মাস টিকে থাকার কথা ছিল। গত একমাস পূর্বে বাঁধ তৈরি হলেও আজ পর্যন্ত টাকা পায়নি শ্রমিক। এ ব্যাপারে পঞ্চায়েতের সেক্রেটারিকে জিজ্ঞাসা করা হলে উনি কোন কিছু বলবেন না বলে দিয়েছেন।
0 Comments