২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস।


IIW : ইস্তেহার  প্রকাশ করল কংগ্রেস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, এই ইস্তেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে। এর আগেই ন্যায় প্রকল্পের কথা ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি।  কংগ্রেস ক্ষমতায় এলে এই প্রকল্প  লাগু হবে। আর  সে অনুযায়ী  দেশের সবচেয়ে গরিব ২০  শতাংশ মানুষ বছরে ৭২ হাজার টাকা  করে পাবে।   ইস্তেহার প্রকাশ করে  রাহুল বলেন, এই ইস্তাহারে মানুষের চাহিদাকে  সম্মান করা হয়েছে, মতামতকে  গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি জানান তাঁদের সরকার ক্ষমতায় আসার পর কোনও কৃষক  যদি ঋণ মেটাতে না পারেন তাহলে ফৌজদারি মামলা হবে না।

এর আগেও ২০ লক্ষের বেশি সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল । কর্মসংস্থান নিয়ে বিস্তারিত প্রতিশ্রুতি রয়েছে দলীয় ইস্তেহারে। কেন্দ্রীয় সরকার, সরকারি অধীনস্থ সংস্থা, আইন ও সাংসদীয় ক্ষেত্রে প্রায় ৪ লক্ষ শূন্যপদ রয়েছে ও মার্চ ২০২০ এর মধ্যে এই শূন্যপদ পূরণ করার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়াও, গ্রাম পঞ্চায়েত সহ স্থানীয় সরকারি সংস্থায় ২০ লক্ষ শূন্যপদ পূরণের জন্য রাজ্য সরকারগুলিকে সহায়তা করা হবে ।

এছাড়াও, রাজ্য সরকারের সঙ্গে একযোগে নয়া সেবা মিত্র পদ তৈরি করার কথাও বলা হয়েছে যেখানে কর্মসংস্থান হতে পারে প্রায় ১০ লক্ষ মানুষের। এছাড়াও, শিক্ষক, চিকিৎসক, নার্স, প্যারামেডিক, প্রযুক্তিবিদ ও প্রশাসনিক পদে নানাবিধ চাকরির আশ্বাস দিয়েছে কংগ্রেস ।

এছাড়াও, ক্ষুদ্র ও মাঝারি মাপের ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দলের তরফ থেকে ।এই ধরনের ব্যবসাগুলিকে সাহায্য করার জন্য ‘এন্টারপ্রাইজ সাপোর্ট এজেন্সি’ তৈরি করার আশ্বাস দেওয়া হয়েছে এই ইস্তেহারে।

ব্যাপক হারে স্বনির্ভরতার উপর জোর দেওয়ার উল্লেখ রয়েছে ইস্তেহারে। পাশাপাশি পর্যটন, টেক্সটাইল, বিনোদন ও গয়না শিল্পেও বিশেষ কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে ।

Post a Comment

0 Comments