পুলিশের চোখে ধূলো দিয়ে পালাল এন ডি পি এস মামলার আসামি।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- কোর্ট থেকে জেলা কারাগারে স্থানান্তরের সময় ফিল্মি কায়দায় পালিয়ে গেল এনডিপিএস মামলায় অভিযুক্ত আসামি মফসির আলী। পলাতক আসামির বাড়ি কৈলাশহর মহাকুমার ধলিয়া কান্দি এলাকায়। মফসির আলীর বিরুদ্ধে এনডিপিএস ধারায় কৈলাশহর ইরানি থানায় মামলা নথিভুক্ত হয়েছে দেড় মাস আগে।  মামলার ট্রায়াল শেষে কোর্ট থেকে জেলা কারাগারে স্থানান্তরের সময় সন্ধ্যা সাতটা নাগাদ গাড়ি থেকে নামার সময় পালিয়ে যায় আসামি। কারাগারের সামনে আগে থেকেই কালো রঙের পালসার বাইক নিয়ে অপেক্ষায় ছিল পলাতক এর অপর সাগরেদ। আজ মামলার ট্রায়াল' ছিল। নির্বাচনের পূর্বে এত কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিভাবে একজন আসামি পালিয়ে যেতে সক্ষম হলো সেটাই ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে জেলা কারাগারে মহকুমা পুলিশ আধিকারিক মহকুমা শাসক সহ কৈলাশহর থানার ওসি উপস্থিত রয়েছেন।

Post a Comment

0 Comments