IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানা এলাকার দক্ষিণ পানিসাগর গ্রামপঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা সুধীর দাসের বাড়ীতে অভিযান চালিয়ে পানিসাগর থানার পুলিশ প্রায় ৩০০ গ্রাম হেরোইন নামক ড্রাগস্ উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক চার লক্ষ্য টাকা। সঙ্গে আটক করা হয় বাড়ীর মালিক সুধীর দাস কে ,তার পিতার নাম রাকেশ দাস ,সে পেশায় একজন গাড়ি চালক। এই অভিযানে নেতৃত্ব দেন এস আই রন্জিত দেববর্মা, ও সি সৌগত চাকমা ও এসডিপিও অভিজিত দাস মহাশয়।পুলিসের ধারনা সে নেশা কারবারির মধ্যে অন্যতম সক্রিয় পান্ডা। ধৃত ব্যাক্তিকে আজ আদলতে তোলা হবে এবং রিমান্ডে এনে তার সাথে কারা কারা জড়িত আছে সে বিষয়ে জিঙ্গাসাবাদ করা হবে।
0 Comments