কৈলাশহরের সব এলাকায় এখনও প্রশাসনিক সহযোগিতা পায়নি সাধারণ মানুষ।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর :- কৈলাশহরে গত দুই দিনের ঝড় শিলা বৃষ্টি সহ ভারী বর্ষণের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৈলাশহরের বেশ কিছু এলাকার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৈলাশহরের উত্তরাঞ্চল। গতকাল দুই দফায় এইসব এলাকায় কমলালেবুর আকারের শিলাবৃষ্টি হয়, ফলে অধিকাংশ টিনের ছাউনির ঘর প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ হয়। প্রাণহানী না ঘটলেও অধিকাংশ ঘরবাড়ি বসবাসের অনুপযুক্ত হয়ে পড়ে। কৈলাশহর মহকুমার প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। খুব দ্রুত যাতে ক্ষতিগ্রস্তরা সরকারী সাহায্য পান তার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন। দুই দিনের প্রাকৃতিক বিপর্যয় এর ব্যাপারে মহকুমা শাসক ডঃ বিশাল কুমার বলেন যদিও প্রশাসনিক ব্যবস্থার খুশি নয় বেশ কিছু গ্রাম পঞ্চায়েত। টিলাগাঁও তফসিল এর অন্তর্গত ইয়াজ খাওড়া পঞ্চায়েতের এলাকার মানুষের অভিযোগ ক্ষতিগ্রস্ত বাছাইয়ে পঞ্চায়েতের সাহায্য নিচ্ছে না প্রশাসন ফলে বহু ক্ষেত্রে সঠিক ক্ষতিগ্রস্থরা বঞ্চিত হয়। পরবর্তী সময়ে অভিযোগ করা হলে তদন্ত তার একাধিক প্রমাণ বেরিয়ে আসছে যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্থরা সময়মত সরকারি সাহায্য পাচ্ছে না। গতবছর বন্যায় সময় তো একটি ঘটনা ঘটেছে, এখন বহু অভিযোগ মূলত তথ্য বেরিয়ে এসেছে তাদের দাবি পঞ্চায়েতের  মাধ্যমে সঠিক ভাবে বাছাই করে প্রাকৃতিক ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য দেওয়া হোক।

Post a Comment

0 Comments