IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- পূর্ব আসনের বিজেপি মনোনীত প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে আজ ধর্মনগরে বিজেপির মহা মিছিল সংঘটিত হয়। বিজেপি উত্তর জেলা কমিটির উদ্দ্যোগে হয় এই মহা মিছিল। ৫৬ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন সহ জেলা স্তরের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই মহা মিছিলে। বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেন লক্ষ একটাই বিজেপি প্রার্থী রেবতী কুমার ত্রিপুরা কে বিপুল ভোটে জয়ী করা। তিনি আশা ব্যক্ত করেন ত্রিপুরার ২ জন বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন। মহামিছিলটি ধর্মনগর পদ্মপুর স্থিত বিজেপি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে ধর্মনগরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
0 Comments