যুবতিকে প্রেমের জালে ফাঁসিয়ে কুমারঘাট থেকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার সময় গ্রামের নৈশ প্রহরীর হাতে ধরা পড়ল এক যুবক।


IIW : সহজ সরল মনের যুবতিকে প্রেমের জালে ফাঁসিয়ে কুমারঘাট থেকে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার সময় গ্রামের নৈশ প্রহরীর হাতে ধরা পড়ল এক যুবক। ঘটনার বিবরণে জানাযায় ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন শিদংছড়া গ্ৰামের এক উপজাতি তরুণীকে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে উত্তর জেলার কদমতলা থানাধীন বাঘন গ্ৰামের নজমুল হক নামে এক যুবক। মঙ্গলবার রাতে অভিযুক্ত যুবক ঐ যুবতীকে বাড়ি থেকে নিয়ে আসে। গভীর রাতে জাতীয় সড়কের খেরেংজুরি এলাকায় আসতেই গ্রামের নৈশ প্রহরীদের  নজরে পড়ে যুবক-যুবতী। সাথে সাথে তাদেরকে আটক করা হয়। খবর দেওয়া হয়  চুরাইবাড়ি থানার পুলিশকে। চুরাইবাড়ি থানায় পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এইদিকে বুধবার ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের লোকজন থানায় ছুটে যায়। অপরদিকে যুবতীর পরিবারের লোকজন ছুটে আসে চুরাইবাড়ি থানায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Post a Comment

0 Comments