IIW : ভয়াবহ অগ্মিকান্ডের ঘটনা থেকে রক্ষা পেল ধর্মনগর কালিদিঘির পাড়ে অবস্হিত 'আড্ডা' নামক একটি রেস্টুরেন্ট। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। দোকানের কর্মচারী জানিয়েছেন যে আজ রাতে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে রেস্টুরেন্টে আগুন লেগে যায়। সেই সময় দোকানে ১০-১২ জন কাস্টমার ছিলো বলে জানা গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। ঘন্টা খানেকের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্থানীয়দের অভিযোগ ওই রেস্টুরেন্টে বাড়িতে ব্যবহৃত অর্থাৎ ডমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। খালি দুটি কমার্সিয়াল সিলিন্ডার আইনের চোখে ধূলো দেবার জন্য সর্বদাই মজুদ রাখা হয়। কিন্তু নিয়ম আছে যে হোটেল, রেস্টুরেন্টে কমার্শিয়াল গ্যাসের সিলিন্ডার ব্যবহার করার। সরকারি এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন এই শহরের বেশ কিছু অসাধু ব্যবসায়ী ডমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়েই তাদের বানিজ্য চালিয়ে যাচ্ছেন। প্রশাসনও কোন এক ভৌতিক কারণে তাদের থেকে মুখ ফিরিয়ে রাখছে। অচিরেই যদি প্রশাসন এই বিষয়ে করা পদক্ষেপ না নেয় তবে যেকোন সময় ধর্মনগরে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে স্থানিয় মানুষ আশংকা প্রকাশ করেছেন।
0 Comments