রাতভর বোমাতঙ্কে কাটালো ধর্মনগর রেল স্টেশন।


IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- মালিক বিহীন একটি ব্যাগ কে ঘিরে কয়েক ঘণ্টা ধর্মনগর রেল স্টেশনে উত্তেজনার পারদ ছিল চরমে। ধর্মনগর রেল স্টেশনে পাওয়া গেছে বোমা। এই খবর মুহুর্তে চাউর হয়ে গেল শহরে, ভিড় জমতে থাকল স্টেশন চত্ত্বরে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকা জুড়ে। খবর গেল পুলিশে, উর্ধ্বতন কর্তা সহ অনেকেই ছুটে এলেন ঘটনা স্থলে। এলো অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। খবর পড়লো ডগ স্কোয়াড এর। তড়িঘড়ি কৈলাসহর থেকে আনানো হল ডগ স্কোয়াড। ততক্ষণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন গল্পের দানা বাঁধতে শুরু হয়ে গেছে। প্রায় ৩ ঘন্টা আগরতলা- দেওঘর এক্সপ্রেসকে পানিসাগর রেল স্টেশনে  দাড় করিয়ে রাখা হলো। রাত ১১ টা থেকে ভোর সাড়ে তিনটা পর্যন্ত চললো বোমা উদ্ধারের কাজ। এদিকে দির্ঘ সময় অপেক্ষার পর আসে ডগস্কোয়াড বাহিনী। ব্যাপক সতর্কতার মধ্য দিয়ে ডগস্কোয়াডের কুকুর দিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। কিন্তু তাতে কুকুরটি কোন বোমের সন্ধান পায়নি। এরপরও আতঙ্ক পিছুছাড়েনি। এবার বোম উদ্ধারে ময়দানে নামে বোমস্কোয়াড বাহিনী। রাত তখন প্রায় ৩ টা। ধর্মনগর রেলস্টেশন থেকে বের করে দেওয়া হয় অপেক্ষমান যাত্রীদের। খালি করে দেওয়া হয় সমগ্র প্লেটফর্ম চত্বর। এরপর ধিরে ধিরে ব্যাগটি খোলাহয়। দেখা যায় ব্যাগের ভেতর একটি স্টিলের ডাস্টবিন রয়েছে। ডাস্টবিনের সাথে রয়েছে একটি ভাঙ্গা ইলেক্ট্রিক সুইচবোর্ড রয়েছে এক বিএসএফ জাওয়ানের ব্যাংক পাসবুক। তারপরই গোটা এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে।

Post a Comment

0 Comments