ধর্ষণকারীর পক্ষে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন কৈলাসহর মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ।


IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- কৈলাসহরের পুর পরিষদের চৌদ্দ নম্বর ওয়ার্ড এলাকায় গত পয়লা মে তিন সন্তানের জননী রুকসানা বেগমকে জোর করে ধর্ষণ করার পর কৈলাসহর মহিলা থানা ধর্ষণকারী মনার আলীকে তিনদিন পর গ্রেফতার না করায় রাজ্যের মিডিয়াতে খবর প্রকাশ হয়। মিডিয়া উত্তাল হয়ে পড়ে। বাধ্য হয়ে মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ ধর্ষণকারীকে অবশেষে গ্রেফতার করে আদালতে পাঠান। মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথ  হাসপাতালে গিয়ে রুকসানাকে ধমক দিয়ে বলেন 'তুই ভেলকি ধরে হাসপাতালে পড়ে আছিস'। মহিলা থানার ওসি  শনিবার হাসপাতাল থেকে প্রায় জোর করে আদালতে নিয়ে যেতে চেয়েছিলেন আদালতে জবানবন্দি দেওয়ার জন্য, কিন্তু রুকসানা বারবার না করে। এর পরও তাকে নিয়ে যাবার জন্য অনেক চেষ্টা করেছেন তিনি।এরপর হাসপাতালের চিকিৎসক ডক্টর পাপিয়া দত্ত যেই বলেছেন যে, রুকসানার অবস্থা আগে থেকেও খারাপ তাই আদালতে নেওয়া যাবে না, তখন এক প্রকার বাধ্য হয়েই মহিলা থানার স্টাফ ফিরে যায়। পয়লা মে ধর্ষণ হবার পর মহিলা থানা রোকসানাকে কোন ধরনের মেডিকেল চেকআপ করায়নি বরং নিজেই হাসপাতালে গিয়ে ডাক্তার দেখিয়ে জোর করে ভর্তি হয়েছে রুকসানা। তবে ডক্টর পাপিয়া দেবী শনিবার দুপুরে বলেছেন যে, রুকসানার অবস্থা আগে থেকেও খারাপ। ধর্ষণ কাণ্ড নিয়ে মহিলা থানার ওসি অপর্ণা দেবনাথের এইরকম বৈষম্যমূলক আচরণে এলাকার সবাই অবাক। শুধু তাই নয় ধর্ষণ কাণ্ড নিয়ে অপর্ণা মিডিয়ার সাথে কোন কথা বলতে নারাজ। উল্টো মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করছেন তিনি।

Post a Comment

0 Comments