IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- এ কিসের ইঙ্গিত ? কৈলাসহর বার এসোসিয়েশনের ভোট অন্য কোনো বার্তা বয়ে নিয়ে আসছে না তো ? আজ ছিল কৈলাসহর বার এসোসিয়েশনের নির্বাচন। মোট ছয়টি আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বীতা ছিল বিজেপি সমর্থিত আইনজীবী বনাম কংগ্রেস সিপিএম তৃণমূল জোটের। ঊনকোটি জেলার কৈলাসহর বার এসোসিয়েশনে রবিবার অর্থাৎ আজকে সকাল দশটা থেকে ছয় টি পদে ভোট শুরু হয়। ভোটে যুগ্ম রিটার্নিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী রেবতী মোহন সিনহা এবং কঙ্কন দেব ত্রাতা। ছয় টি পদে বিজেপি সমর্থিত আইনজীবীদের সঙ্গে জোট সমর্থিত আইনজীবীদের সরাসরি লড়াই ছিল। মোট ভোটার ছিলেন বাষট্টি (৬২) জন, এবং ভোটে অনুপস্থিত ছিলেন তিন (৩) জন। ভোট গণনার পর দেখা যায় জোটের আইনজীবীরা ছয় টি পদেই জয়লাভ করেছেন। জয়লাভের পর কৈলাসহর বারে উপস্থিত হন কৈলাসহর এর প্রাক্তন বিধায়ক বিরাজিত সিনহা। তিনি আইনজীবীদের মিষ্টিমুখ করান। কৈলাসহর বার এসোসিয়েশনের জোট পন্থী আইনজীবীরা জয়লাভ করায় ফের আরো একবার প্রমাণ হলো রাজ্যে যাইহোক, কৈলাসহর আছে কৈলাসহরেই অর্থাৎ বরাবরের মতো কৈলাসহরে বিরোধী ট্রেডিশন আজও বহাল রয়েছে।
0 Comments