IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- আজ সকাল আনুমানিক এগারো ঘটিকায় পানিসাগর থানা সংলগ্ন এলাকায় হরিপদ রায়ের বাড়িতে ভাড়া ঘরে হোমিওপ্যাথি ডাক্তার সন্দীপন চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায় বিগত এপ্রিল মাসের চব্বিশ তারিখে ধর্মনগর নিবাসী বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তীর বড় ছেলে শ্রীযুক্ত সন্দীপন চক্রবর্তী (বয়স উনত্রিশ) ভাড়া নেয় পানিসাগর স্থিত জয়শ্রী হোটেলের মালিক হরিপদ রায়ের বাড়িতে। তবে হরিপদ বাবুকে সন্দীপন তার বাড়ি আগরতলাতে বলে জানায়, এবং সে দামছড়া পি এইচ সি তে চাকরি করে বলে ভারা নেয়। প্রতিদিন নিজ বাইকে করে সন্দীপন দামছড়াতে আসা যাওয়া করত। আজ সকাল নয়টা ত্রিশ মিনিটে মালিকের সাথে কথাবার্তা হয় সন্দীপনের। হরিপদ বাবু যখন সকাল বেলা দোকানে চলে যান কিছুক্ষণ পর একটি ফোন আসে হরিপদ বাবুর কাছে সন্দীপনের সঙ্গে কথা বলার জন্য। এদিকে হরিপদ বাবু অনেক চেষ্টা করেও সন্দীপনের সঙ্গে কথা বলতে পারছেন না তাই বাধ্য হয়ে হোটেল মালিক হরিপদ বাবু নিজের ছেলেকে খোঁজ নিতে পাঠান। এদিকে হরিপদ বাবুর ছেলে অনেক ডাকাডাকি করার পরও সন্দীপন ঘরের দরজা খুলছিল না। হরিপদ বাবুর ছেলে ঘরের একটি খোলা জানালা দেখতে পেয়ে সে জানালা দিয়ে ঘরের ভেতরে যেই দেখতে যায় ওর চোখে পড়ে ঝুলন্ত অবস্থায় সন্দীপন কে। সাথে সাথে পানিসাগর থানাতে ব্যাপারটি জানানো হয়। থানার পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে প্রবেশ করেও তাকে ঝুলন্ত অবস্থায় মৃত বলে দেখতে পায়। তখনই কৈলাসহর স্থিত ফরেনসিক টিমকে খবর পাঠানো হয়। পরবর্তীতে আত্মীয়-পরিজন ও দামছড়ার বিডিও পীযূষ দেবের সামনেই ফরেনসিক টিম মৃতদেহ নামিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে পানিসাগর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে মৃত সন্দীপনের বিগত নয় মাস পূর্বে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করে। তবে কি কারণে বাড়ির পরিচয় গোপন করে পানিসাগরে ভাড়া নেয় সন্দীপন, তা এখনো পরিস্কার জানা যায়নি। তবে মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ। পুলিশ তদন্তের প্রয়োজনে সংবাদ মাধ্যমকে বিস্তারিত কিছু বলা সম্ভব নয় বলে জানায়। তবে ধারণা করা হচ্ছে অবৈধ প্রণয় ঘটিত কারণে এই অঘটন ঘটেছে বলে প্রাথমিক অনুমান করছেন তারা। তবে অচিরেই এর মূল রহস্য উদঘাটন হবে বলে অনুমান করা যাচ্ছে। এই ব্যাপারে গোটা মহাকুমায় শোকের ছায়া বিরাজ করছে।
0 Comments