IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- বিগত কিছুদিন যাবত ধর্মনগর শহরে চোরের উপদ্রব বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। যায় ফলে নাজেহাল হয়ে পড়ে ধর্মনগর আরক্ষা দপ্তর। গতকাল রাত আনুমানিক আটটা নাগাদ দুজন চোরকে পাকড়াও করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। একজনকে আটক করে পদ্মপুর এলাকা থেকে এবং অপর জনকে দীঘলবাঁক চৌমুহনা থেকে রাহুল দাস (বয়স ২৫) বাড়ি সোনারুবাসা এবং অপরজন রাজিব তাঁতি (বয়স ২৬) বাড়ি আনন্দবাজার। দুজনের বাড়ি ধর্মনগর মহকুমাতে। তাদের কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল সহ এগারো টি অন্য মোবাইল উদ্ধার করা হয়। ধর্মনগর আরক্ষা দপ্তর তাদের বিরুদ্ধে ৪৫৭ /৩৮০ ধারায় একটি মামলা রুজু করে, যার কেস নম্বর ৪৩ /২০১৯। ধর্মনগর থানার বড় বাবু বলেন, বিগত কিছুদিন আগে ধর্মনগর রাজবাড়ী এলাকার (এপেক্স মোবাইল স্টোর) গোপাল দেবের দোকান থেকে কিছু মোবাইল চুরি হয়েছিল। তখন তিনি সেই মোবাইলগুলোর আই এম ই আই নাম্বার থানায় জমা দিয়ে যান। গতকাল রাতে তারই সূত্র ধরে এই সাফল্য আসে। তবে আরো অনেকগুলো দোকান রয়েছে যেগুলোতে চুরি যাওয়া সামগ্রী এখনো উদ্ধার হয়নি তবে তা খুব শীঘ্রই বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী।
0 Comments