IIW : দেবাশীষ দত্ত, নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর :- রাজন্য আমল থেকে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহতম চেকপোস্ট হল কৈলাসহর চেকপোস্ট। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রচুর ভারতীয়রা বাংলাদেশে যায়। একই সঙ্গে প্রচুর বাংলাদেশীরাও ভারতে আসেন। তাছাড়া প্রতিদিন অনেক জিনিস আমদানি ও রপ্তানী হয়। কিন্তু ইদানিংকালে বি এস এফ জওয়ান এবং বি এস এফ এর আই বি কর্মীদের দৌরাত্ম্যে যে সব বাংলাদেশীরা ভারতে আসেন তারা অতিষ্ঠ। পাসপোর্ট নিয়ে বৈধ ভাবে বাংলাদেশের নাগরিকরা ভারতে ঢোকার মুখে বি এস এফ নানান ভাবে নাজেহাল এবং লাঞ্চিত করছে বলে অভিযোগ। ভয়ে কেউ বি এস এফ এর বিরুদ্ধে মুখ খুলছে না। শুধু বৈধ ভাবে আসা নাগারীকরাই নয়, বিএসএফ এর অতি বার বাড়ন্তে বর্ডারে নিয়োজিত কাস্টমস পুলিশরাও খুবই অতিষ্ঠ। কৈলাসহরে গত দুমাস পূর্বে বিএসএফ এর নতুন ব্যাটেলিয়ান আসে। এই জওয়ানরাই এই কান্ড ঘটাচ্ছে বলে অভিযোগ। বিএসএফ এর এই ঘটনা সম্পর্কে খবর সংগ্রহ করতে সংবাদ প্রতিনিধিরা কৈলাসহর সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট অফিসে গেলে বিএসএফ এর আই বি-র কর্মীরা সংবাদ প্রতিনিধিদের ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। বি এস এফ এর জওয়ানরা প্রতি দিনই বৈধ ভাবে আসা বাংলাদেশের মানুষের সঙ্গেও এমন বাজে ব্যবহার করে আসছে বলে কর্মরত কাস্টমস পুলিশ জানিয়েছেন। এই বিষয়ে উপর মহলকে অবগত করা হয়েছে বলে খবর।
0 Comments