IIW : জনি ভট্টাচার্য, নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট :- অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অচৈতন্য দেহ উদ্ধার হল কুমারঘাট বাঁশ বাগান এলাকার রেল লাইনের পাশে। আমাদের সংবাদ প্রতিনিধি জানিয়েছেন, শুক্রবার সকালে কুমারঘাট বাঁশ বাগান এলাকায় রেল লাইনের পাশে চৈতন্য এক ব্যক্তির দেহ দেখতে পায় এলাকারই কিছু সংখ্যক মানুষ। আচমকা রেল লাইনের পাশে অচৈতন্য দেহ দেখতে পেয়ে তারা প্রথমে ঘাবড়ে যায়। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় রেল পুলিশে। রেল পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে। অচৈতন্য ঐ ব্যক্তিকে পুলিশের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ব্যক্তির মৃত্যু হয়। কিভাবে ঐ ব্যক্তির মৃত্যু হল তা এখনো জানায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে মর্গে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলেই সব জানা যাবে। ঘটনার তদন্তে নেমেছে ধর্মনগর রেলওয়ে পুলিশ।
0 Comments