IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- নাম রাখু, এ নামেই পরিচিত সবার কাছে। ভালো নাম এখনো জানা যায়নি। ধর্মনগর হাসপাতাল রোডের বাসিন্দা সে। পেশায় টুকটুক চালক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অতর্কিতে হানা দিয়ে ধর্মনগর থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগ আজ বড় সাফল্য অর্জন করে। এই রাখু নামক ব্যাক্তির বাড়ি থেকে প্রায় আশি হাজার টাকার বিলেতি মদ উদ্ধার হয়। বিভিন্ন ব্র্যান্ডের তিনশো আট বোতল বিলেতি মদ উদ্ধার করে গোয়েন্দা বিভাগের সহযোগিতায় ধর্মনগর থানার পুলিশ। পেশায় টুকটুক চালক অথচ তার বাড়িতে বিপুল পরিমাণে বিলেতি মদ মজুদ থাকার ঘটনায় স্বভাবত একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে।
0 Comments