IIW : পিংকু বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি, আমবাসা :- দূর থেকে দেখতে ধলাই জেলা শাসকের অফিস বাড়ি চকচকে, কিন্তু এই অফিসের ভেতরে ঘটতে পারে অঘটন তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। রাত প্রায় পৌনে এগারোটা নাগাদ জেলা শাসকের কার্য্যালয়ের এনআইসি রুমের এসিতে সর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। ঘটনার সময় অফিসের কর্মীরা খাবার খেতে বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখে গোটা রুম অন্ধকার হয়ে আছে। খবর দেওয়া হয় দমকল দপ্তরে। এক কথায় দমকল কর্মীদের দরুন আজ বড় ধরনের অঘটন থেকে বেঁচে গেলো ধলাই জেলা শাসকের আফিস।
0 Comments