শেষ রক্ষা হল না, শেষ অবধি শ্বশুর বাড়ি থেকে চুরি যাওয়া মাল উদ্ধার করল পুলিশ।


IIW : দয়ানন্দ চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, পানিসাগর :- দীর্ঘ বেশ কিছুদিন ধরে খোয়াই মহাকুমার পুলিশ প্রশাসন নিশিকুটুম্বদের দৌরাত্ম্যে বেসামাল তবে অল্পবিস্তর দেরিতে হলেও বড় ধরনের সাফল্য পেল পুলিশ ঘটনার বিবরণে জানা যায় যে, বিগত ২৭/0৪/২০১৯ ইং রাত্রিতে সুভাষ পার্ক এলাকার দোকানদার মানিক পাল এর দোকানে হানা দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চুলের দল। এরপর থেকে পুলিশ প্রশাসনের তরফ থেকে জোর তৎপরতা শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পানিসাগর থানা এলাকার বিলথৈ গ্রামে হানা দিয়ে গিতেন্দ্র নাথ এর বাড়ি থেকে লক্ষাধিক টাকা মূল্যের  চুরির সামগ্রী সহ রুপেষ সিং (বয়স ববাই) পিতা সিকন্দার সিং কে আটক করেছে পুলিশ। তার সাথে কমলপুরের আরো দুইজন ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। সে চুরি করা মাল পত্র বিলথৈ ওর নিজের শ্বশুরবাড়িতে রেখে যায়। যার মধ্যে নামিদামি কোম্পানির দুধ, তেল, সাবান, এছাড়াও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন খোয়াই ফাঁড়ির ওসি ইন্দ্রজিৎ দেববর্মা এবং এস আই সুমন দেব।এদেরকে সহায়তা করেন পানিসাগরের এসডিপিও অভিজিৎ দাস সহ পানিসাগর এর পুলিশ প্রশাসন। ওই দিন রাতেই আসামি সহ উদ্ধার হওয়া মাল পানিসাগর থেকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়।

Post a Comment

0 Comments