শেষমেষ রাজ্যের শিল্পী থাঙ্গা ডার্লং পেলেন পদ্মশ্রীর স্বাদ।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করলেন রাজ্যের কৃতি সন্তান থাঙ্গা ডার্লং। মঙ্গলবার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মাননা পত্র, পদ্মশ্রী মেডেল এবং রাজ্য সরকারের দেড় লক্ষ টাকার মঞ্জুরিপত্র থাঙ্গা ডার্লং এর হাতে তুলে দেন ঊনকোটি জেলার জেলাশাসক রবীন্দ্র রিয়াং। গত পঁচিশ জানুয়ারি পদ্মশ্রী পুরস্কার এর জন্য তার নাম ঘোষিত হয়েছিল। কৈলাসহরের দেওছড়া গ্রামে বাড়ি পদ্মশ্রী থাঙ্গা ডার্লং এর। তিনি ছোটবেলায়ই রসেম বাদ্যযন্ত্র তৈরি করেন। তিনি প্রত্যন্ত গ্রামের ছেলে হয়েও রসেম বাজানোর জন্য বিভিন্ন রাষ্ট্র জাপান, বাংলাদেশ সফর করেন। জানুয়ারি মাসে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। গত বারোই মার্চ নয়াদিল্লিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি থাঙ্গা ডার্লং। রাজ্য সরকারের মাধ্যমে জেলাশাসক অফিসে তাকে তার সম্মাননাপত্র, দুটি মেডেল এবং রাজ্য সরকারের তরফে দেড় লক্ষ টাকার মঞ্জুরিপত্র দেওয়া হয়। মঙ্গলবার সংক্ষিপ্ত অনুষ্ঠানে হস্তান্তর করা হয় সম্মান জনক পদ্মশ্রী পুরস্কার। অনুষ্ঠানে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments