IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর কংগ্রেস ভবনে ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে বুধবার দুপুরে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন পি.সি. সি সভাপতি বীরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ আরো অনেকে। বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে বিরোধী দলকে তীব্র আক্রমণ করে বলেন, গত তেইশে মে লোকসভা ভোটের ফলাফল বের হবার পর থেকে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলার বিভিন্ন জায়গাতেও সন্ত্রাস চলছে। জেলার কাঞ্চনবাড়িতে কংগ্রেস, সিপিএম এবং সি পি আই এম এল-এর পার্টি অফিস গুলি রাতের অন্ধকারে ভেঙে দেয় বিজেপি কর্মীরা। তাছাড়া কৈলাসহর মহকুমার অধীনে গোলকপুর এলাকায় এবং সমরুরমুখ এলাকায় বিজেপি কর্মীরা কয়েকজন নির্দোষী বিরোধী দলের কর্মীকে আক্রমণ করেছে। আক্রান্তদের অবস্থা খুবই সংকটজনক। তাছাড়া পাখিরবাদা এলাকায় এক মুসলিম নাগরিককে বেধরক মেরে এক কিলোমিটার দূরে নিয়ে দুই হিন্দু বাড়ির মধ্যে ফেলে দেয় যাতে জাতি দাঙ্গা তৈরি হয়। এই চেষ্টা করছে বিজেপি দল। পুলিশের ভূমিকা খুবই খারাপ। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে যাই বলুন না কেন বাস্তবে কিন্তু উল্টোটাই হচ্ছে। বীরজিৎ সিনহা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন।
0 Comments