কৈলাসহরে পুলিশের নাকের ডগায় একের পর এক চুরি চলছেই।


IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর এর মূল বাজারে চুরি অব্যাহত রয়েছে। গতকাল রাতে ফের দুই দোকানে চোরের দল হানা দেয়। বাজারের বেনু পালের 'লক্ষী ভান্ডার' এবং জগদীশ পালের দোকানে গতকাল চুরি হয়। এই দুই দোকান বাজারের সবচাইতে পুরনো এবং বড় দোকান। চলতি মাসে এই নিয়ে আটটি দোকানে চোরেরা হানা দিল এবং শহর এলাকায় বেশ কয়েকটি ছিনতাই হবার পরও কৈলাসহর থানা কিছুই করতে পারছে না। গতকাল রাতে বেনু পালের 'লক্ষী ভান্ডার' দোকানের পিছনের দরজা ভেঙে দোকানের ভেতরে ঢুকে কেসবাক্স থেকে টাকা নিয়ে যায় চোরের দল, এবং পাশের জগদীশ পালের দোকানের পিছনের একটি দরজা ভেঙে ঢোকার চেষ্টা করলেও ভেতরের অপর দরজা ভাঙতে না পারায় চোরেরা সেখান থেকে কিছু চুরি করতে পারেনি। দোকান মালিক বেনু পাল বলেন, প্রতিদিনের মত আজও সকালে দোকান খুলে ভেতরে ঢুকে দেখেন পিছনের দরজা খোলা এবং ক্যাশ বাক্স খোলা রয়েছে। বাজার কমিটির পক্ষে কৈলাসহর থানায় জানানোর পর পুলিশ এসে খোঁজখবর নিয়ে যায় কিন্তু সারাদিন পর্যন্ত পুলিশের কোন সাফল্যের খবর পাওয়া যায় নি। বাজার কমিটির সক্রিয় সদস্য তথা কৈলাসহর উন্নয়ন মঞ্চের সম্পাদক ভাস্কর ঘোষ অধিকারী গতকাল রাতে দোকানে চুরের হানা এবং সাম্প্রতিককালে বাজারে চুরির প্রসঙ্গে বলতে গিয়ে পুলিশ প্রশাসনকেই দায়ী করেন, এবং বলেন যে, থানায় কয়েকবার লিখিতভাবে জানানোর পরও কোন লাভ হচ্ছে না। তাই উন্নয়ন মঞ্চ এ ব্যাপারে আগামী রবিবার বৈঠকে বসে বড় ধরনের আন্দোলনের রূপরেখা তৈরি করবে।

Post a Comment

0 Comments