IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহর মহাকুমার চন্ডিপুর ব্লক এর অধীন হাওরের বাজার এলাকায় কৈলাসহর ফটিকরায় রাস্তায় বিসি নগর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ড এলাকায় রাস্তার পাশে বোমা উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ টিএসআর সহ বোম স্কোয়াডের বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। চলছে বোমা নিষ্ক্রিয়করণ এর কাজ। পঞ্চায়েত ভোটের প্রাকমুহুর্তে বোমা উদ্ধার কে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। সকাল সাড়ে আটটা নাগাদ স্থানীয় এলাকাবাসী রাস্তার পাশে একটি ব্যাগ কে পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক ব্যাগ টিকে দেখতে পেয়ে স্থানীয়রা প্রথমে কৈলাসহর থানায় খবর দেয়। কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্তের পর সন্দেহজনক কিছু থাকায় খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। স্থানীয় বোম স্কোয়াড এসে বেগ থেকে সন্দেহজনক একটি বোম, এবং দুটি গ্লাভ্স, দুটি চিঠি ও বেশ কিছু ইনজেকশন সিরিঞ্জ ও কাগজপত্র উদ্ধার করে। পরবর্তী সময় বোম টীকে নিষ্ক্রিয় করার কাজ চলছে। ঘটনাস্থলে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত সাহা সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী মোতায়েন রয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাকমুহুর্তে এ ধরনের বোমা উদ্ধার কে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। তবে চিঠি দুটিতে রাজ্যের ৮ টি জেলায় একই সাথে কোন ধরনের ঘটনার কথা উল্লেখ রয়েছে পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন দলকে বদনাম করার কথা উল্লেখ রয়েছে তার সাথে এক বিধায়ক এর নাম উল্লেখ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
1 Comments
😮
ReplyDelete