IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ পূর্বোত্তর রাজ্যগুলিতে ভয়ঙ্কর ভাবে বিপর্যস্ত বিএসএনএলের মোবাইল পরিষেবা। ভয়েস, এস এম এস, ইন্টারনেট পরিষেবা কার্যত মুখ থুবড়ে। গত সোমবার কলকাতায় নিগমের ইস্টার্ন জোন নোডাল সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের কারণে এই অবস্থা। এই অগ্নিকাণ্ডে প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে বিএসএনএলের। ৯ টি রাজ্যের মোবাইল নেটওয়ার্কের কানেকটিভিটি রয়েছে কলকাতার সল্ট লেকস্থিত ইস্টার্ন জোন নোডাল সেন্টারে। সেখানে সোমবার আচমকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় সমস্ত মূল্যবান জরুরি যন্ত্রপাতি। এর ফলে লক্ষ লক্ষ মোবাইল ফোন অচল হয়ে পড়ে। এ সম্পর্কে নিগমের ডিজিএম বিকাশ সরকার বলেন, এটা একটা দুর্ঘটনা। আমাদের এই দুঃসময়ে সবার সহযোগিতা চাইছি। মঙ্গলবার টুজি এবং থ্রিজি পরিষেবা চালু করা সম্ভব হয়েছে। ফোরজি পরিষেবা দ্রুত চালুর জন্য কাজ চলছে। শীঘ্রই যেকোনো সময় চালু হয়ে যাবে। ভয়েস এবং এসএমএস পরিষেবা ঠিকঠাক কাজ করছে। শ্রীসরকার জানান, অগ্নিকাণ্ডে শুধুমাত্র মোবাইল পরিষেবা বিপর্যস্ত হয়েছে। কিন্তু ল্যান্ড এবং ব্রডব্যান্ড পরিষেবা ঠিকঠাক চলছে।
0 Comments