IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- চারজন সংখ্যালঘু যুবকের হাতে বেধড়ক মার খেয়ে এক উপজাতি যুবক কৈলাসহর RGM হাসপাতালে চিকিৎসাধীন। সবচাইতে আশ্চর্যজনক ব্যাপার হল এই মারামারির ঘটনাটি ঘটে- খোলা রাস্তা বা খোলা বাজারে নয়, ঘটনাটি ঘটেছে কৈলাসহর জেলা কারাগারের ভিতরে। আরও আশ্চর্যের ব্যাপার এই ঘটনাটি ঘটে ১৩ই জুলাই বিকাল ৪-৩০ নাগাদ অথচ চান মিঞা, আবু ইউসুফ, বসির আলী ও দুরুদ আলী মিলে নিরীহ উপজাতি যুবক বিনোদ রিয়াংকে বেধড়ক মারধর করা সত্যেও, হাসপাতালে ভর্তি করার পরেও কৈলাসহর থানায় ওই চার পাণ্ডার বিরুদ্ধে কোন FIR করা হয়নি। আসলে জেলের ডেপুটি সুপারন্টেনডেন্ট এই মামলাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বিষয়টি কৈলাসহরের SDM ডাঃ বিশাল কুমারের নজরে আসবার সাথে সাথে তিনি চার পাণ্ডার নামে কৈলাসহর থানায় FIR করলেন। মামলা দায়ের করতে পাঁচ-ছয় দিন সময় লাগল কেন? এই বিষয়ে কৈলাসহর থানার O.C.দেবাশিস সাহাকে প্রশ্ন করলে তিনি জানান যে, এটা তদন্তের মাধ্যমে জানা যাবে। তিনি আরও জানান যে, SDM ডাঃ বিশাল কুমারের অভিযোগ পাওয়ার পরই মামলাটি রেজিস্ট্রি করা হয়। মামলার নং 56/19 এবং IPC -307 ধারায় মামলাটি গৃহীত হয়েছে। উল্লেখ্য, ঘটনায় জড়িত পাঁচজনই জেলের কয়েদি। জেলের ভিতরে এই ঘটনাটি ঘটায় সাধারণ মানুষের মাথায় এখন একটাই প্রশ্ন আমাদের নিরাপত্তার দায়িত্ব তাহলে কে নেবে?
0 Comments