IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- সিকিম স্ট্রেঙ্থ্ লিফটিং এসোসিয়েশন আয়োজিত "ইস্ট ইন্ডিয়া স্ট্রেঙ্থ্ লিফটিং প্রতিযোগিতা ২০১৯" অনুষ্ঠিত হয় সিকিমে গত বার থেকে পনের জুলাই। এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্য কে পেছনে ফেলে সিনিয়র মেন্ বিভাগে ত্রিপুরা ছিনিয়ে আনে তিনটি গোল্ড মেডেল সহ ছয়টি মেডেল। প্রতিযোগিতায় ৫৯ কেজি গ্রুপে প্রথম হয় ধর্মনগরের শুভ্রজিৎ দত্ত। ৮৫ কেজি গ্রুপে দ্বিতীয় হয়েছে ধর্মনগরের বিশাল সাংমা। ৯৫ কেজি গ্রুপে প্রথম হয়েছে ধর্মনগরের রাজেশ শর্মা ও দ্বিতীয় হয়েছে ধর্মনগরের সৌরভ দেবনাথ। ৯৫ কেজির উপরের গ্রুপে দ্বিতীয় হয়েছে বিলোনিয়া প্রদীপ দেব নাথ। ত্রিপুরার দখলে আসা তিনটি গোল্ড মেডেলের তিনটিই আসে ধর্মনগরের ভাগ্যে। রাজেশ শর্মা দুটি গোল্ড মেডেল ও শুভ্রজিৎ দত্ত একটি গোল্ড মেডেল ছিনিয়ে আনতে সক্ষম হন। এছাড়াও ত্রিপুরা তথা ধর্মনগরের জন্য আরেকটি গৌরব-উপহার আনলেন ধর্মনগরের রাজেশ শর্মা। তিনি আইবিপি চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে এনেছেন। উনার হাতে এই ট্রফিটি তুলে দেন সিকিমের ক্রীড়ামন্ত্রী। রাজেশ শর্মা তথা অন্যান্য প্রতিযোগিদের এই সাফল্যে গর্বিত ত্রিপুরা তথা ধর্মনগরের জনগন।
0 Comments