ট্রাফিক ডিএসপির হাতে শারীরিক নিগৃহীত বিবাদী পক্ষের আইনজীবী।



IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- খাকি উর্দির ক্ষমতা দেখালেন ট্রাফিক ডিএসপি সুনীল মোড়া সিং। জানা যায় বৃহস্পতিবার আমবাসা জহরনগর জেলা ও দায়রা আদালতে এনডিপিএস মামলায় সাক্ষী দিতে এলেন ট্রাফিক ডিএসপি সুনীল মোড়া সিং সরকারি পক্ষের আইনজীবীর জিজ্ঞাসাবাদের পর বিবাদী পক্ষের আইনজীবী দেবদাস বক্সী মোড়া সিং কে প্রশ্ন জিজ্ঞাসাবাদ করেন তাতে তেলে বেগুনে জ্বলে উঠেন মোড়া সিং। সাক্ষ্য গ্রহণের পর আইনজীবী দেবদাস বক্সীকে কোর্ট চত্বরে শারীরিক নিগৃহীত করে ট্রাফিক ডিএসপি মোড়া সিং এমনটাই অভিযোগ জানানো হয় আমবাসা বার কাউন্সিলার এবং আগরতলা বার কাউন্সিলারে। দারস্হ হন জেলা ও দায়রা আদালতের মাননীয় বিচারপতি শ্রী মজুমদার মহোদয়ের নিকট। গোটা বিষয়ে তীব্র নিন্দা জানান আমবাসা বার কাউন্সিলারের সম্পাদক সুবীর দাস তৎসঙ্গে ঘটনা সুষ্ঠ বিচারের দাবী জানানো হয়। এবার দেখার এই বিষয় আরক্ষা প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে।

Post a Comment

0 Comments