বন্যাবিধ্বস্ত অসম, গৃহস্থের বাড়িতে আশ্রয় নিল বাঘ মামা।


IIW : নিজস্ব প্রতিনিধি, পঙ্কজ বড়ুয়া, অসম :- ঘরে শুয়ে রয়েছে বাঘ মামা। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সে। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয়ে গেছে। বন্যা বিধ্বস্ত অসমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার প্রভাব পড়েছে কাজিরাঙা জাতীয় উদ্যানেও। বহু পশু মারা গিয়েছে। বন্যায় অনেক পশু ভেসে গিয়েছে। আর বাঘমামা বাঁচার তাগিদে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছে। জানা গেছে জাতীয় উদ্যান থেকে কোনওমতে বেরিয়ে জাতীয় সড়কের পাশে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে বাঘটি। ছবিতে দেখা গেছে, বিছানায় শুয়ে রয়েছে বাঘটি। বোঝাই যাচ্ছে বাঘটি ক্লান্ত ও ক্ষুধার্ত। বাঘটিতে ঢুকতে দেখে বাড়িমালিককে সতর্ক করেছিলেন প্রতিবেশীরা। বন দপ্তরের আধিকারিকরা ঘুম পাড়ানি গুলি দিয়ে বাঘটিকে অজ্ঞান করে ওই গৃহস্থের বাড়ি থেকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। কাজিরাঙা জাতীয় উদ্যানের ৯৫ শতাংশ এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০টি পশু মারা গিয়েছে। একটি সিংহ ভেসে গিয়েছে। এখন ধীরে ধীরে জল নামছে। দু’‌বছর আগেও অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল কাজিরাঙা জাতীয় উদ্যান। ৩৬০টি পশু মারা গিয়েছিল। ‌

Post a Comment

0 Comments