IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে কামরাঙ্গাবাড়ি এলাকার বাসিন্দা হাবিজুর রহমানকে হত্যা করে মাটিতে চাপা দেওয়া হয়। বৃহস্পতিবার হাবিবুরের পরিবারের সদস্যরা কৈলাসহর থানায় নিখোঁজ ডায়েরি করে দুপুর বেলায়। বিকেল বেলায় থানায় খবর আসে ভগবান নগর এর চা বাগানে মৃত দেহের পচা গন্ধ ভেসে আসছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত মৃতদেহটি হাবিবুরের বলে চিহ্নিত করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায় যে, যে চা বাগানে এ মৃতদেহটি পাওয়া গেছে সেই চা বাগানের কর্মী ইয়াবর আলী হাবিবুরকে গত পরশু দিন বেধড়ক মেরে মৃতদেহটি মাটির নীচে রেখে দেয়। পুলিশ ইয়াবরের স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনলেও ইয়াবরকে ধরতে পারেনি পুলিশ। তেইশ বছরের হাবিবুর হত্যায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে, যে চা বাগানে মৃতদেহটি পাওয়া গেছে সেই চা বাগানের মালিক হলেন প্রাক্তন পিসিসি সভাপতি তথা কৈলাসহরের প্রাক্তন এম.এল.এ বিরাজিৎ সিনহা। পুলিশ মৃতদেহটি চা বাগান থেকে উদ্ধার করে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।
0 Comments