IIW : ভারতের বেসরকারি এয়ারলাইন্স জেট এয়ারওয়েজে আকাশে জন্ম নিয়েছে এক শিশু। সৌদি আরব থেকে ভারত আসার পথে শিশুটির জন্ম হয়। জানা গিয়েছে, বিমানটি তখন ৩৫ হাজার ফুট উঁচুতে। হঠাৎ করে গর্ভবতী এক মহিলার নির্ধারিত সময়ের আগেই প্রসব ব্যথা শুরু হয়। বিমানে কোনো ডাক্তার না থাকায় একজন ক্রু ও এক যাত্রীর সাহায্যে প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে জন্ম হয় শিশুটির। বিমানটি মুম্বাই পৌঁছানোর পর মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বিমান কর্তৃপক্ষ শিশুটির আজীবন বিনামূল্যে আকাশ ভ্রমণের সুবিধা করে দিয়েছে বলে জানা গিয়েছে। সফলভাবে এই প্রসবকাজে সহায়তার জন্য বিমানের ওই যাত্রী ও কেবিন ক্রুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ।
0 Comments