সাংবাদিকের মৃত্যু, বিভিন্ন দাবি নিয়ে এবার পথে নামলেন প্রমিলা বাহিনী সহ বিভিন্ন সংগঠন।


IIW : নিজস্ব প্রতিনিধি, বিশ্বরূপ চক্রবর্তী, করিমগঞ্জ :- সাংবাদিকের মৃত্যু, সড়ক সুরক্ষা প্রদান, বরাক উপত্যকার বেহাল সড়ক মেরামত ও পরিসর বৃদ্ধি করা, পথ দুর্ঘটনায় নিহত শিলচরের সাংবাদিক মলিন শর্মার পরিবারকে এককালীন ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং ঘাতক গাড়ি চালককে শীঘ্রই গ্রেফতার করা ইত্যাদির দাবিতে প্রেস ক্লাবের ডাকে বারো ঘন্টার শিলচর বনধ সর্বাত্মক সফল। বনধকে সমর্থন করে পথে নামে বিভিন্ন সামাজিক সংগঠন, শিল্পি সমাজ, প্রমিলা বাহিনী, রাজনৈতিক দল ও সংগঠন।

Post a Comment

0 Comments