ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পথ অবরোধ করলো ছাত্র ছাত্রীরা।



IIW : নিজস্ব প্রতিনিধি, দেবাশীষ দত্ত, কৈলাসহর :- শিক্ষা দপ্তরের ঘোষণা করা নয়া সময়সূচির প্রথম দিনে স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করলো। বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কৈলাসহর ফটিকরায় রাস্তা অবরোধ করল সকাল সাড়ে নয়টা থেকে। বিদ্যালয়ে যেসব বিষয়ে শিক্ষক নেই সেই সব বিষয়ে অতি সত্বর  শিক্ষক নিয়োগ করা, বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে স্টাইপেন থেকে বঞ্চিত তাই অতিসত্বর স্টাইপেন প্রদান করা, এডুকেশন, জিয়োগ্রাফি ও সাইকোলজি তিনটি বিষয় চালু করা, অবিলম্বে বিদ্যালয়ে বিদ্যুৎ মেরামতি করে প্রতিটি ক্লাস রুমে সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা, বর্ষার দিনে বিদ্যালয়ের প্রতিটি কক্ষে বৃষ্টির জল পড়ে তাই অতিসত্বর ঘরগুলো মেরামতি করা, বিদ্যালয়ের খেলার সরঞ্জাম ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা। মূলত এই দাবিগুলি নিয়ে এভিবিপির নেতৃত্বে ডলুগাঁও দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সকাল সাড়ে নয়টা থেকে কৈলাসহর - ফটিকরায় সড়ক অবরোধে বসে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ চলার পর  অবশেষে অবরোধ উঠিয়ে নিল ডলুগাঁও দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। মহকুমা প্রশাসনের পক্ষে DCM রূপক ভট্টাচার্যের ছাত্র ছাত্রীদের সমস্যা সমাধানে এগিয়ে আসলেও কোন কাজ হয়নি অবশেষে জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস ঘটনাস্থলে পৌঁছে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি জানান খুব দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন ও  ছাত্র-ছাত্রীদের নিয়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিলে ছাত্রছাত্রীরা অবরোধ উঠিয়ে নেয়। 

Post a Comment

0 Comments