IIW : নিজস্ব প্রতিনিধি, আগরতলা :- বৃহস্পতিবার ছিল মুখ্যমন্ত্রী কন্যা শ্রেয়া দেবের শুভ জন্ম দিন। আর এই জন্ম দিনটিকে অন্য ভি আই পি দের মত পালন না করে একটু ভিন্ন ভাবে পালন করল শ্রেয়া। তারই আবদারে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী জায়া সহ পরিবারের সকলে যান অভয়নগর সরকারী বালিকা আবাসে। আবাসিক বালিকাদের নিয়ে এদিন জন্ম দিন পালন করে মুখ্যমন্ত্রী কন্যা শ্রেয়া দেব। বেশ খানিকটা সময় কাটান মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার। আবাসিক বালিকারা বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে। তাদের সঙ্গে নিয়ে জন্ম দিনের কেক কাটেন মুখ্যমন্ত্রী কন্যা শ্রেয়া দেব। আবাসিকের বালিকাদের হাতে তৈরি উপহার তুলে দেওয়া হয় শ্রেয়া দেবের হাতে। আবাসিকের বালিকাদের সঙ্গে মিলেমিশে যান মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার। একে একে সমস্ত বালিকাদের সঙ্গে পরিচয় হন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাদের কোন সমস্যা হচ্ছে কিনা এই বিষয়ে অবগত হন। পরে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কন্যার দীর্ঘায়ু কামনা করেন। এই সুন্দর মানসিকতা যাতে তাঁর মধ্যে আগামী দিনেও থাকে তাঁর জন্য প্রার্থনা করেন। যাদের কেউ নেই , তাদের পাশে থাকা- তাদের জন্য চিন্তা করা । তাদের জন্য নিজের প্রিয় দিনটা পালন করার মানসিকতা দেশ ও সমাজের জন্য ভালো দিক বলে জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খুশি ও ভালো থাকা সবচাইতে বড় বিষয়। সরকার অর্থ দিলেও কর্মীদের মধ্যে এদের প্রতিপালন করার ক্ষেত্রে সবার মানসিকতা না থাকলে তা সম্ভব হয়ে ওঠেনা বলে জানান তিনি। আগামী দিনে হোমের কার্যকর্তারা তাদের সুন্দর মানসিকতার মাধ্যমে এদের প্রতিপালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি। অভয়নগর সরকারী বালিকা আবাসে জন্য নিজের এক মাসের বেতন প্রদানের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে আবাসিকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
0 Comments