তালাবন্দি ও পথ অবরোধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই শিক্ষকের ধমকির মুখে পরতে হল সংবাদমাধ্যমের কর্মীদের।


IIW : নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার :- ঘটনার বিবরনে জানাযায় শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিট নাগাদ দক্ষিন ত্রিপুরার শান্তির বাজার মহকুমার বাইখোড়া কুশারঘাট এলাকার উচাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাইখোড়া মুহুরীপুর পথ অবরোধে বসে। আজকের এই অবরোধের মূল দাবি ছিল বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও বিদ্যালয় সকাল ৮ ঘটিকার পরিবর্তে পূর্বের ন্যায় চালুকরা। বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ উন্নত করে প্রতিটি ক্লাসরুমে পাখার সংযোগ দেওয়া। বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মান করা। অপরদিকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের প্রধান দাবী ছিল বিদ্যালয় যদি সকাল ৮ ঘটিকায় চালু থাকে তাহলে ক্লাস ৯ থেকে ১০ পর্যন্ত মিড ডে মিল চালু করতে হবে। এই সকল দাবি নিয়ে আজ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাস বয়কট করে বিদ্যালয়ের ভিতরে শিক্ষকদের তালাবন্দি করে পথ অবরোধে বসে। পরবর্তী সময় এই বিদ্যালয়ের এক শিক্ষক দিলীপ দেবনাথ ও ঠাকুর ছড়া বিদ্যালয়ের শিক্ষক রঞ্জীত মজুমদার ছাত্র ছাত্রীদের ধমক দিয়ে বিদ্যালয় তালামুক্ত করেন। এই তালাবন্দি ও পথ অবরোধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই শিক্ষকের ধমকির মুখে পরতে হয় সংবাদমাধ্যমের কর্মীদের। উনারা সংবাদ মাধ্যমের কর্মীদের সংবাদ সংগ্রহে বাধা দেন।

Post a Comment

0 Comments