IIW : নিজস্ব প্রতিনিধি, পিংকু বিশ্বাস, আমবাসা :- গতকাল বিকাল সাড়ে তিনটা নাগাদ আমবাসা রেল স্টেশনের একটু আগে রাজধানী এক্সপ্রেস রেলের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এক অজ্ঞাত পরিচয়ের মেয়ে। এদিকে আজ সকালে মেয়েটির বাড়ির লোকজন এসে তার মৃত দেহ দেখে সনাক্ত করে। জানা গেছে মেয়েটির নাম রুমা দাস, পিতা নিদু দাস, বাড়ি কমলপুর মহকুমাধীন মানিক ভান্ডারের কান্দি গ্রাম এলাকায়। পরিবারের সূত্রে জানা যায় রুমা গতকাল দুপুরে প্রাইভেট শিক্ষকের বাড়িতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। তার সাথে একটি ব্যাগ ও মোবাইল ছিলো। কিন্তু ঘটনা স্হল থেকে ব্যাগ ও মোবাইল কিছুই পাওয়া যায়নি, এনিয়ে সন্দেহের দানা বাঁধছে। জানা যায় নিদু দাস পেশায় দিন মুজুর, ওনার পাঁচ মেয়ে। রুমা সবচেয়ে ছোট ছিলো। এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে রুমার পরিবারের লোকজন।
0 Comments