IIW : নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর :- অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় কার্যক্রম "সেল্ফি উইথ ক্যাম্পাস ইউনিট" ১লা আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত সমগ্র ভারতবর্ষে পরিচালিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশের ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে "সেল্ফি উইথ ক্যাম্পাস ইউনিট" কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই কার্যক্রমের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ সংগঠন এর সম্পাদক শ্রী রুপম দত্ত মহোদয়। এই কার্যক্রমের মাধ্যমে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ধর্মনগর কলেজ শাখা ২০১৯-২০২০ কমিটি গঠন করা হয় এবং রুপম পাল কে কলেজ শাখার সভাপতি ও রনি কান্ত দে কে কলেজ শাখার সম্পাদক এর দায়িত্ব প্রদানের মাধ্যমে ৩০ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
0 Comments